আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে নেত্রকোণায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের ছোটবাজার কেন্দ্রীয় শহিদ মিনারের সামনের সড়কে বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে মানববন্ধন হয়। এতে নারীপক্ষ, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, মানুষের জন্য ফাউন্ডেশন, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, গ্রাম মানবাধিকার নারী সমাজ, গ্রাম নারী দল ও ইউনিয়ন নারী দলসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা উদীচীর সভাপতি মো. মোস্তাফিজুর রহমান খান, সহসভাপতি তুষার কান্তি রায়, প্রাবন্ধিক স্বপন কুমার পাল, জেলা ব্র্যাকের সমন্বয়ক প্রবাল সাহা, কলেজ শিক্ষক নাজমুল কবির সরকার, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলপনা বেগম, নারী নেত্রী কোহিনুর বেগম প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর ‘যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ’ শীর্ষক স্মারকলিপি প্রদান করা হয়।
এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে জেলা মহিলা পরিষদের আয়োজনে সাংবাদিক সম্মেলন করা হয়। শহরের অজহর রোড এলাকায় সংগঠনের নিজস্ব কাযালয়ের দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সহসভাপতি পারভিন সুলতানা। দিবসটি উপলক্ষে ১৫ দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচি ও চলমান কাযক্রম উপস্থাপন করেন কমিটির সাধারণ সম্পাদক তাহেরা বেগম। এসময় লিগ্যাল এইড সম্পাদক মঞ্জু সরকার, আন্দোলন সম্পাদক সৈয়দা বিউটি, অর্থ সম্পাদক আফরোজা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।