হৃদয় হাসান চৌধুরী,স্টাফ রিপোর্টার
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা মাওলানা ড.
আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি আমাদের প্রিয় নেতা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদশ নেত্রকোণা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোণা জেলা হেফাজতে ইসলামের আহবায়ক কমিটির সদস্য, মোহনগঞ্জ সম্মিলিত উলামা পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক,সাংবাদিক মাওলানা রুহুল আমীন নগরী।
গত শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে দশ ঘটিকায় রাজধানীর ৬৩ নিউ ইস্কাটন রোড বিয়াম মিলনায়তনে
সৌজন্য সাক্ষাতে মিলিত হন। প্রায় পৌনে এক ঘন্টা জন গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ধর্মউপদেষ্টার সামনে তুলে ধরেন। ধর্মমন্ত্রনালয় সম্পর্কিত কয়েকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিবেচনাধীন রাখেন এবং শিক্ষা ও আইন মন্ত্রনালয়ের সাথে সম্পর্কিত বিষয় গুলো যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করার পরামর্শ দেন। কওমী শিক্ষার সনদের স্বীকৃতি কার্যকর করতে পদক্ষেপ নিতে বেফাক-আল হাইয়াতুলকে যথানিয়মে এগিয়ে আসার পরামর্শ দেন।
আলোচনায় মাওলানা মুহিউদ্দীন খান রহ., সদরে জমিয়ত মাওলানা শায়খ জিয়াউদ্দীন সাহেবের প্রসঙ্গ নিয়ে আলোকপাত হয়। পরে মাওলানা রুহুল আমীন নগরী ধর্মউপদেষ্টা কে জমিয়তের প্রকাশনা সামগ্রী উপহার দেন।
এসময় উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মাওলানা শফিকুল সুরইঘাটী, হাফিজ মাওলানা সৈয়দ ছালিম কাসেমী, মাওলানা জামাল উদ্দীন,মাওলানা শিব্বির আহমদ বিশ্বণাথী, মাওলানা ইছমতুল্লাহ সিদ্দিকী,মাওলানা নুরুল হক, মাওলানা রশিদ আহমদ বিশ্বণাথী, মাওলানা ওয়ারিছুদ্দিন, হাজ্বী ফজলুর রহমান,৷মাওলানা রেজাউল কারীম,হাফিজ মাওলানা শাহিদ হাতিমী।