হৃদয় হাসান চৌধুরী,স্টাফ রিপোর্টার:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার এক জরুরী বৈঠক আজ ১৩ সেপ্টেম্বর নাগড়াস্থ অস্থায়ী কার্যালয় ফরাজী মন্জিলে মুফতি তাহের কাসেমী (দাঃবাঃ) এর সভাপতিত্বে ও মাওলানা মফিজুর রহমান সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ৫ অক্টোবর শায়খুল হিন্দ কন্ফারেন্স বাস্তবায়নের লক্ষে প্রত্যেক উপজেলা সফরের কর্মসূচি হাতে নেয়া হয়। প্রচার ও প্রকাশনার কাজ দ্রুত করে সম্মেলনের দাওয়াত ব্যাপক ভাবে করার জন্য ১৫ সদস্যের টিম গঠন করা হয়। সম্মেলন বাস্তবায়ন উপকমিটি গঠন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সহ সভাপতি মুফতি আফযাল হুসাইন রাহমানী, মাওলানা হাফেজ আবুল কাশেম, মাওলানা কামাল উদ্দিন খান, আবুল বাশার ফরাজী,সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা আতাউর রহমান, মাওলানা মুস্তাফিজুর রহমান নোমানী, মাওলানা আব্দুস সালাম, হা: আব্দুস সালাম, মাওলানা জহিরুল ইসলাম,মাওলানা এনায়েতুল্লাহ খান, মাওলানা এমদাদুল হক,মাওলানা ইলিয়াস হোসেন, মাওলানা মাহমুদুল হাসান,যুবনেতা মাওলানা মোফাজ্জল হোসেন সহ নেতৃবৃন্দ।
বৈঠকে ৫ অক্টোবর নেত্রকোণা মুক্তারপাড়া মাঠে অনুষ্ঠিতব্য শায়খুল হিন্দ (র) কনফারেন্স ও গণসমাবেশ সফল করার আহবান জানানো হয়।
উল্লেখ্য যে সম্মেলনে কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফু্ল্লাহ সাদী,মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব মুফতি মুনীর হোসাইন কাসেমী, ঢাকা মহানগর জমিয়তের সহসভাপতি মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী
ময়মনসিংহ জেলা জমিয়তের সহসভাপতি মুফতি মাহবুবুল্লাহ কাসেমী সহ জাতীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সাংগঠনিক সার্বিক যোগাযোগ
সভাপতি-01712223868/সেক্রেটারি -01716506249/সাংগঠনিক-01716468800