মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ি জেলার নবাগত পুলিশ সুপারের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা করেন।
এসময় পুলিশ সুপার খাগড়াছড়ি জেলার আইন-শৃঙ্খলা শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে ছাত্র সমন্বয়কদের সাথে কথা বলেন। সর্বদা ছাত্রদের পাশে প্রশাসনের সহযোগীতা থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ন্বয়করা তাদের কিছু সংস্কার ও দাবি দাওয়া পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার সংস্কার ও দাবি দাওয়া পূরণে আশ্বাস প্রদান করেন।