মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি,
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স সহ সারাদেশে বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা, ভাঙচুর, ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন ঠাকুরগাঁওয়ের গণমাধ্যম কর্মীরা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
দৈনিক লাখো কন্ঠের জেলা প্রতিনিধি রেজওয়ানুল হক রেজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কালের কন্ঠের জেলা প্রতিনিধি ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি পার্থসারথি দাস, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু,ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু সহ আরো অনেকে। এই হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার ও দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। এর আগে সোমবার বাংলাদেশ প্রতিদিন, কালের কন্ঠ,নিউজ ২৪, ডেইরি সান, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কম,রেডিও ক্যাপিটাল সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাতটি প্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা।