নওগাঁর বদলগাছী উপজেলাতে আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার প্রচারণা। প্রার্থীরা ঘুরছেন ভোটারদের বাড়ি বাড়ি দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। মিঠাপুর ইউনিয়নের ৯টা ওয়ার্ড কে আধুনিক মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকার মাঝি বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেন গনসংযোগ করেন।
তার নির্বাচনী এলাকা ৪ নং মিঠাপুর ইউনিয়নের আশেপাশে এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে ভোটারদের সাথে কোলাকুলি ও করমর্দন করে ব্যস্ত সময় পার করেছেন। এতে স্থানীয় মুরুব্বী ও ভোটাররা তার সাথে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
এসময় আলহাজ্ব ফিরোজ হোসেন তার বক্তব্যে, বলেন সন্ত্রাস দুর্নীতি নির্মূল ও এলাকায় শান্তি প্রতিষ্ঠায় এবং রাস্তাঘাটের উন্নয়ন করতে যোগ্যপ্রার্থী ও নৌকায় ভোট দিতে এলাকাবাসীকে অনুরোধ করেন।
এতে অন্যান্যের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও বদলগাছী আওয়ামী লীগের বদলগাছী থানা সভাপতি আলহাজ্ব আবু খালেক বুলু আক্কেলপুর পৌরসভার মেয়র মোহাম্মদ আলম চৌধুরী সিনিয়র সভাপতি লুৎফর রহমান যুবলীগ আহবায়ক আতিকুর রহমান আওয়ামী লীগ-যুবলীগ কৃষক লীগ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।