কাজী মোস্তফা রুমি: আন্দোলনরত শিক্ষার্থীদের গণভবনে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক থেকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার ডেইলি স্টার।
প্রধানমন্ত্রী বলেন, ‘গণভবনের দরজা খোলা। আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।”