মোঃ সাইফুল ইসলাম,বালিয়াডাঙ্গী প্রতিনিধি:
”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় আজ ৩০ জুলাই মঙ্গলবার থেকে নানা আয়োজনে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪।
উপজেলা মৎস্য কর্মকর্তা জোৎস্না আরা বেগম জানান, ”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বালিয়াডাঙ্গীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে র্যালী, আলোচনা সভা , মাছের পোণা অবমুক্ত করণ, পুকুরের পানি রাসায়নিক গুণাগুণ পরীক্ষা, নিরাপদ প্রাণীজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা, মৎস্য খাতে বর্তমান সরকারের সাফল্য নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, শ্রেষ্ঠ মৎস্য জীবীদের মাঝে পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০ জুলাই মাইকিংসহ ব্যাপক প্রচার প্রচারণা চালানো হবে।
৩১ জুলাই সকালে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এমপি মহাদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান,উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত বাবু, উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নিবার্হী অফিসার আফছানা কাওছার।