মোঃ রাসেল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ-
আজ ৩০ জুলাই ২০২৪ ইং কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে এই উন্নয়নমূলক কাজগুলো করে, জয়মনিরহাট যুব সংগঠনের সদস্যগন। এই সংগঠনের মাধ্যমে হতদরিদ্র অসহায় শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ তৈরি, বেকার যুবক যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ তৈরি করা। বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিক পরীক্ষা এবং বিভিন্ন স্বাস্থ্য সেবা বিনামূল্যে প্রদান করা, সেই সঙ্গে জরুরী মুহূর্তে রক্ত সংগ্রহ করা। বিভিন্ন সময় ক্রিয়া সংস্কৃতি ও বিনোদন অনুষ্ঠানের আয়োজন করা। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, বৃক্ষের যত্ন। এবং বাল্যবিবাহ ও মাদক এর কুফল সম্পর্কে এলাকাতে উঠান বৈঠকের মাধ্যমে এলাকাবাসীর মাঝে সচেতনতা বৃদ্ধি এবং লিফলেট বিলি করা। বিভিন্ন ভাঙা রাস্তা মেরামত করা, শীতার্থদের মাঝে বস্ত্র বিতরণ, হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ ইত্যাদি নানামুখী উন্নয়নমূলক কাজ করে থাকে এই সংগঠনটি। সংগঠনটি ডিসেম্বর ২১ সালে প্রতিষ্ঠা করেন ৪ জন বন্ধু মিলে, এবং যুবউন্নয়ন অধিদপ্তর হতে ২০২৩ সালে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় প্রতিষ্ঠাতা মোঃ আবুল কালাম আজাদ (সভাপতি), এবং মোঃ নূরে আলম সিদ্দিকী শান্ত (সাধারণ সম্পাদক), মোঃ নাজমুল (সাংগঠনিক সম্পাদক) এবং মোঃ মিলন মিয়া (অর্থ বিষয়ক সম্পাদক) এবং ৩৫ জন সদস্য, এবং ভালো কাজে সহযোগিতায় এলাকার সচেতন যুবতীরাও কাজ করে যাচ্ছে। এলাকাবাসী এদের সহযোগিতা করছে এবং বিভিন্ন নেটিজেন এই সংগঠনকে উৎসাহ বাহবা প্রদান করছে। এই সংগঠনের আয়ের উৎস জানতে চাইলে, নুরে আলম সিদ্দিকী শান্ত (সাধারণ সম্পাদক) বলেন আমরা নিজেদের অর্থায়ন এবং এলাকাবাসীর সহযোগিতায় অর্থ সংগ্রহ করে সেই অর্থ আমরা এই উন্নয়নমূলক কাজে ব্যয় করে থাকি। ভালো কাজে আমাদেরকে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকে। আমাদেরকে উচ্চপদস্থ সরকারি বেসরকারি ব্যক্তিবর্গ যদি আর্থিকভাবে সহযগীতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা আরো উন্নয়নমূলক কাজ করবো ইনশাআল্লাহ। এবং আমাদের একটি ঘরের প্রয়োজন যেখান থেকে আমাদের কার্যসম্পাদন করব। এবং আমাদের স্বপ্ন আমাদের ইউনিয়নকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মাদকমুক্ত ইউনিয়নে রূপান্তরিত করব এবং গরীব অসহায়দের কে যেকোনো সহযোগিতা আমরা করব ইনশাআল্লাহ। এই সংগঠনের উদ্দেশ্য জিজ্ঞাসায় প্রতিষ্ঠাতা মোঃ আবুল কালাম আজাদ (সভাপতি) জানান, আমাদের এই ইউনিয়নের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে। যে কোন বিষয়ে এই মানুষগুলো অবহেলিত নিপীড়িত এবং অসচেতন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই মানুষগুলোকে সচেতন করে তোলা। সেই সঙ্গে এলাকার উন্নয়ন করার আমাদের মত যুব সমাজ এগিয়ে আসলে বাংলাদেশের প্রত্যেকটি এলাকা উন্নয়ন করা সম্ভব।