মোঃ রাসেল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ
১৬ জুলাই মঙ্গলবার কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপশাখায় আই এফ আই সি ব্যাংকে মধুমাস উৎসব পালিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ মোশাররফ হোসেন মিঠু, কালব সমিতির সভাপতি বোরহান উদ্দিন। আই এফ আই সি ব্যাংকের অফিসার ইনচার্জ জনাব মারুফ ইসলাম সভাপতিত্বে মধুমাস উৎসব অনুষ্ঠানের শুভসূচনা করেন। এ সময় উপস্থিত আই এফ আই সি ব্যাংকের কর্মকর্তা জনাব নাসিব সিদ্দিক ব্যাংকের গ্রাহকদের মধ্যে সমাপনী বক্তব্য রাখেন। এসময় গ্রাহকদেরকে আই এফ আই সি ব্যাংকের সুযোগ – সুবিধা ঋণ বিভিন্ন বিষয়ে কথা বলেন। আই এফ আই সি ব্যাংকের মধুমাস উৎসব উপলক্ষে কাঁঠাল, আম, ড্রাগন,নটকর,খেজুর, কলা ফলের আয়োজন করেন ভূরুঙ্গামারী উপশাখার আই এফ আই সি ব্যাংকের কর্মকর্তা মহোদয় গণ। ভূরুঙ্গামারী উপশাখায় আই এফ আই সি ব্যাংকের কর্মকর্তারা হলেন, অফিসার ইনচার্জ মোঃ মারুফ ইসলাম, সার্ভিস অফিসার মোঃ নাসিব সিদ্দিক, সিকিউরিটি গার্ড মোঃ গোলাম রব্বানী এবং একজন অফিস সহকারী সমম্বয়ে ভূরুঙ্গামারী উপশাখা আই এফ আই সি ব্যাংক পরিচালনা করেন।