মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চাঞ্চল্যকর ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাস হত্যার ঘটনায় মিলন মিয়া (৩৮) নামে এক আসামি দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে হাতিয়ার আমলি আদালতের বিচারক নিজাম উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের মো. মিরাজ উদ্দিনের ছেলে মিলন মিয়া (৩৮) ও চরকিং ইউনিয়নের গামছাখালী গ্রামের হাবিবুল্লাহ মিয়ার ছেলে আজমির হোসেনকে (৩২) গ্রেফতার করে পিবিআই।
পরে আদালতে সোপর্দ করলে আসামি মিলন মিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
এরআগে গত ৯ জুন দিবাগত রাতে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ও আওয়ামী লীগ নেতা রবীন্দ্র চন্দ্র দাস (৪৮) মোটরসাইকেলযোগে চরঈশ্বর থেকে ওছখালী যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তাকে গুলি ও পরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তার হাতের কবজি ও রগ কেটে মৃত্যু নিশ্চিত করে ফেলে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রবীন্দ্রের মরদেহ উদ্ধার করে।