সাদিয়াত হোসেন:
টাঙ্গাইলের কালিহাতীতে বন্যা কবলিত এলাকায় অতি দরিদ্র-দুস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে আলীপুর ও ভৈরব বাড়ি গ্রামের চারশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী,
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হুসেইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেহাব উদ্দিন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান দিপুল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.ফাতেমা আক্তার (বৃষ্টি) দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, সাবেক চেয়ারম্যান হজরত আলী তালুকদার, গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মেম্বার, সাবেক শিক্ষক আব্দুল বাছেদ মাস্টার,ইউপি সদস্য আব্দুল হাকিম সহ প্রমুখ।