রিপনবিশ্বাস, জেলা প্রতিনিধি, নেত্রকোণা।
উপমহাশের প্রখ্যাত বংশীবাদক বারী সিদ্দিকীর চতুর্থ তম প্রয়াণ দিবসে নেত্রকোনায় ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ভক্তরা।
বুধবার (২৪ নভেম্বর) বিকালে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কার্লি গ্রামে নিজে প্রতিষ্ঠিত বাউল বাড়িতে শায়িত শিল্পীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
হিমু পাঠক আড্ডার উদ্যোগে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় সাথে ছিলেন বারী সিদ্দিকীর সহধর্মীনি পারভিন সিদ্দিকী।
এছাড়াও শ্রদ্ধা নিবেদনের সময় যুবলীগের সাবেক সভাপতি অধ্যাপক ওমর ফারুক, সাংবাদিক আলপনা বেগম, শিক্ষক নাইম সুলতানা লিবন সহ পরিবারের লোকজন ও কার্লি গ্রামের বাসিন্ধারা উপস্থিত ছিলেন।
এ সময় হিমু পাঠক আড্ডার সদস্যদের নিয়ে ছেলে ও ছেলে বউকে সাথে করে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্ত্রী।
পরে শিল্পীর স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করা হয়।
বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনার একটি সংগীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৭ সনের ২৪ নভেম্বর ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যু বরণ করেন।