মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে ভালুকা মডেল থানা পুলিশের পৃথক অভিযানে সঙ্ঘবদ্ধ চোর চক্রের ৪জনকে আটক ও মালামাল উদ্ধার করেছে পুলিশ।
আজ ১০ জুলাই /২৪ ইং বুধবার দুপুরে ময়মনসিংহের ভালুকা মডেল থানার পৃথক দুইটি অভিযানে চুর চক্রের সদস্য সহ চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আজ বুধবার দুপুরে ভালুকা মডেল থানার পুলিশের এস আই ফজিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা ভালুকা পৌর এলাকার চাপরবাড়ী অভিযান পরিচালনা করে শুভ (২০)ও নাঈম (১৯) নামে২জনকে আটক করা হয়েছে।গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে ভালুকা পৌরসভার ৪ নং ওয়ার্ড এলাকা হতে চুরি হওয়া একজোড়া স্বর্ণের বালা ,১ টা ল্যাপটপ, ও ছোট বড় ২০টি চাবি উদ্ধার করা হয়েছে।
ভালুকা থানার অফিসার ইনচার্জ ওসি আরো জানান উপজেলার উথুরা ইউনিয়নের মরচী এলাকা হতে আজ দুপুরে এসআই শাহাদত আলম খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আরিফ (৩০)ও জীবন( ২৮) নামের দুই চোরকে আটক করে তাদের কাছ থেকে দুইটা চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানা যায়।