দুঃখ আমার সঙ্গের সাথী আমি হলাম তার,
পৃথিবীর বুকে আছে ব্যর্থতা যত সবটুকু আমার।
যতটা হাসছে মানুষ নিয়ে বুকে চাপা কষ্ট,
আমিও ঠিক ততটাই অযত্নে,অবহেলায় হয়েছি নষ্ট।
বলছে সবাই পদে পদে এমন কেন তুমি?
ভালোবাসা বোঝ না শুধুই করো পাগলামী।
বুঝতে যখন চেয়েছিলাম পাইনি কারো হাত,
নির্মম ভাবে করেছে সবাই নিদারুণ আঘাত।
আজ হয়ে গেছি ধীরে ধীরে অতিব কঠোর
হয় তো ভাববে সবাই বলছি শুধুই মিথ্যে খবর।
কেউ কী জানে, দিনটা কেটেছে যেমন-তেমন
কতটা কষ্টে কেটেছিল আমার নির্যাতিত নির্মম রাত?
শরীরের নির্যাতন হলে কিছুটা দেখানো যেত,
মনের নির্যাতন কীভাবে দেখাই, কীভাবে দেখাই আঘাত?
নির্যাতিত মনটা আমার আজ ভালোবাসা চায়,
নির্যাতিত মনটা আমার কারো কাছে অমূল্য হতে চায়।
নির্যাতিত মন