মোঃ এনামুল হক, গাজীপুর
শ্রীপুরে প্রথম স্ত্রীকে রেখে অন্যের বউকে নিয়ে উধাও
হয়েছেন ময়মনসিংহ জেলা হালুয়াঘাটের হামিদুল ওরফে মাসুদ।
শ্রীপুর উপজেলায় আবদার (জৈনা বাজার) এলাকা থেকে মোছাঃ তানজিনা আক্তার (১৮) কে নিয়ে উধাও হয়ে যায়।
এ ঘটনায় মোছাঃ তানজিনা আক্তারের মা মোছাঃ জহুরা খাতুন মঙ্গলবার বিকেলে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
মামলার বাদী জানায়, বিবাদী উপজেলা হালুয়াঘাট এর আশরাফ আলীর সন্তান হামিদুল ওরফে মাসুদ (২৫) এ/পি সাং- নগর হাওলা এলাকায় (রবির বাড়ীর ভাড়াটিয়া)। অভিযোগ সূত্রে জানা যায়, মোছাঃ তানজিনা আক্তারকে ৪ মাস পূর্বে ময়মনসিংহ জেলাধীন ভালুকা অন্তরগর্ত রাজৈ গ্রামের মোশাররফ এর নিকট বিবাহ দেওয়া হয়। পরবর্তীতে আমার ফ্যাক্টরীর চাকুরির সুবাদে আমার কাছে নিয়ে আসি। আমি নাইট ডিউটিতে ২০/১১/২১ইং তারিখে ফ্যাক্টরীতে কাজের জন্য চলে যায়। এ সুযোগে রাত আনুমানিক ১০.০০ ঘটিকার সময় বিবাদী আমার বাড়ীতে এসে আমার মেয়েকে বিভিন্নভাবে ফুসলাইয়া ঘরে থাকা ৪০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণ অলংকার মূল্য অনুমান ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায়। পরবর্তীতে আমি বিষয়টি অবগত হইয়া ছেলের বাবা ও মা’কে জানাইলে আমার মেয়ের সন্ধান দিবে বলে আশ্বাস দিলেও পরবর্তীতে আমার মেয়েকে উদ্ধার করিয়া না দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খোন্দকার ইমাম হোসেন বলেন,লিখিত অভিযোগ হয়েছে কিনা তা আমার জানা নেই। আর হয়ে থাকলেও তা এখনো আমার টেবিল পর্যন্ত পৌঁছেনি। অভিযোগপত্র পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।