স্বদেশ কন্ঠ প্রতিদিন,খুলনা বিভাগীয় প্রধান ;
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে আগরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সাবেক সভাপতি ফরহাদুজ্জামান তুষার প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠেয় অভিভাবক সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের নির্বাচন সহ সবকটি পদে তুষার প্যানেলের বিজয় হয়েছে।
অভিভাবক সদস্য পদে বিজয়ী হলেন,মোঃ মোমিন গাজী (তালা) প্রতিকে-৩১৬ ভোট,আবু হানিফ গাজী ( ছাতা)-২৬৩ ভোট,তাছলিমুর রহমান ( ফুটবল) -২১৭ ভোট,মোঃ ওমর আলী ( টিউবওয়েল)-২০১ ভোট ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ছালমা বেগম( বই) প্রতিকে-৩৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে ৬১০ ভোটের মধ্যে ৪৫৫ জন ভোট প্রদান করেন। ইতোমধ্যে দাতা সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ মুজিবুর রহমান ও নির্বাচিত শিক্ষক প্রতিনিধিরা হলেন,মোঃ হারুনর রশীদ,বাবর আলী ও সরস্বতী শীল । প্রধান শিক্ষক মোশারেফ হোসেন জানান, নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন ও সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন একাডেমী সুপার ভাইজার নুরে আলম সিদ্দীকি