বগুড়ার ধুনট উপজেলা পরিষদ আয়োজিত ভূমি বিষয়ক আইন কানুন অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ ঘটিকায় সময় উপজেলা পরিষদ মিলনায়তনে । উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাম সোবহান, উপজেলা সহকারী কমিশন ভূমি বরকত উল্লাহ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ধুনট থানার এস,আই, ও সাংবাদিক বৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সহায়তা করেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সি ( জাইকা) এবং বাস্তবায়নকারী সংস্থাঃ আইন শৃঙ্খলা বিষয়ক উপজেলা কমিটি।ভূমি বিষয়ক আইন কানুন অবহিত করণ তিনদিন ব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত।
তারিখ: ০৪-১০-২০২১ ইং