গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার সুইগ্রামবাসীর প্রায় ২ যুগের দাবী সুইগ্রাম হতে গাড়ানাটা পর্যন্ত একটি রাস্তার অবশেষে সেই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপির অর্থায়নে ও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পৌর প্যানেল মেয়র আব্দুস সোবাহান মন্ডলের উদ্যোগে আজ ২৩ নভেম্বর মঙ্গলবার সকালে এ রাস্তার কাজের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো এ নির্মাণ কাজ। এ নির্মাণ কাজের উদ্বোধনের এসময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র আব্দুস সোবাহান মন্ডল,কাউন্সিলর আজাদুল ইসলাম, মতিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।