মো: আজাদ মিয়া,ভ্রাম্যমান প্রতিনিধি:
আবারও তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে গাইবান্ধায়। এতে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। গরমে হাঁসফাঁস মানুষ।
শনিবার (২৫ মে) দুপুরে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রংপুর আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
সরেজমিনে দেখা গেছে, তাপপ্রবাহের কারণে অন্যান্য দিনের তুলনায় শহরে লোক সমাগম অনেকটা কম। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হননি।
মুদি সামগ্রী কেনার জন্য গাইবান্ধা শহরে আসা আশরাফ আলী বলেন, বাড়ি থেকে সকালে বের হয়েছি। ভর দুপুরে শহরে প্রচন্ড গরম পড়ছে। কয়েক দিন আগে এমন গরম লাগেনি। কি যে অস্বস্তি তা ভাষায় প্রকাশ করতে পারছি না।
বল্লমঝড় ইউনিয়নের ইসলামপুর গ্রামের রিকশাচালক আমিনুল মোল্লা বলেন, শহরোত মানুষই কম, যাও আছে তারাও হেঁটে চলাফেরা করছেন। সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাত্র একশো টাকার মতো ভাড়া মারছি। গরমে শরীল আর চলে না। শরীল না চললে হবে কি রিকশার চাকা না ঘুরলে উপাস থাকা লাগবে।
রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. মোস্তাফিজ রহমান বলেন, আজকে তাপমাত্রা এখন পর্যন্ত ৩৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে বলে জানান তিনি।