১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ| ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| সন্ধ্যা ৬:২৮| হেমন্তকাল|
Title :
নাগরপুরে ইউ.পি চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী’র পিতার মৃত্যুতে বিএনপি নেতা মীর আবুল কালাম আজাদ রতন’র বিশেষ শোক বরিশালে জাতীয় সমবায় দিবস পালিত কালিগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত  বালিয়াডাঙ্গীতে জাতীয় সমবায় দিবস পালিত পূর্বধলায় বসতবাড়িতে লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন দপ্তিয়র রাহমানিয়া দরবার শরিফের পীর মো: আব্দুর রহমান সিদ্দীকি আর নেই শায়েস্তাগঞ্জে দুর্ঘটনায় নিহত ১ নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত নাগরপুরে সাংবাদিক ডা.এম.এ.মান্নান’র কনিষ্ঠ পুত্র মাহির’র ২য় শুভ জম্মবার্ষিকী শায়েস্তাগঞ্জ মোটরসাইকেল দুর্ঘটনায় রনি মিয়া নামে একজন কলেজ ছাত্র নিহত

আগামী সংসদ নির্বাচনের জন্য তৃণমূলকে শক্তিশালী করতে হবে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার।
  • Update Time : বুধবার, নভেম্বর ২৪, ২০২১,
  • 113 Time View

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার।

আগামী সংসদ নির্বাচন প্রস্তুতি: আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় কর্মশালায় এক অনুষ্ঠানে মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং উপস্থিত অন্যান্য মন্ত্রী-এমপি ও দলের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন।

উক্ত কর্মশালায় তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে আরো সংগঠিত করার অংশ হিসেবে চট্টগ্রামে বিশদ কর্মপরিকল্পনা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগীয় টিমের উদ্যোগে ‘
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আওয়ামী লীগের প্রস্তুতি’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় জেলা ও তৃণমূল নেতৃবৃন্দের অংশগ্রহণে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি কর্মশালার উদ্বোধন করেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি’র সভাপতিত্বে কর্মশালায় শেখ ফজলুল করিম সেলিম এমপি প্রধান অতিথি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি
বিশেষ অতিথি হিসেবে এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

উদ্বোধনী বক্তৃতায় আওয়ামী লীগে সুবিধাবাদীদের কোনো স্থান নেই উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণ। সৎ, দক্ষ ও ত্যাগীকর্মীদের মূল্যায়ন করতে হবে।

প্রধান অতিথির বক্তৃতায় শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেন, ‘মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেন এমন পরিচ্ছন্ন নেতাদের সংগঠনের দায়িত্ব দিতে হবে। সংগঠনকে সুগঠিত করতে জাতির পিতা বঙ্গবন্ধু যেভাবে কাজ করতেন, নেতাকর্মীদের সেই আদর্শ ধারণ করে কাজ করতে হবে।’

চট্টগ্রাম আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী,
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ,
উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা কর্মশালায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category