রিপন বিশ্বাস,জেলা প্রতিনিধি নেত্রকোণা।
নেত্রকোণার বারহাট্টা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস- ২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম।
সহকারি কমিশনার (ভুমি) মিস সানজিদা চৌধুরী, কৃষি অফিসার রাকিবুল হাসান, মৎস্য অফিসার তানবীর আহম্মেদ, শিক্ষা অফিসার বিনয় চন্দ্র শর্মা, বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান,আওয়ামীলীগের সভাপতির আজিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়লা উপস্থিত ছিলেন।
এছাড়াও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দ্বীপক কুমার সাহা সেন্টু, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আমিরুন্নাহার খানম জবা, কৃষকলীগ সভাপতি টুপুর জোয়ারদার, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক রফিকুল আজাদ বকুল, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ বাবুল, আওয়ামীলীগ নেতা মোখলেছুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। আওয়ামী সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ অংশ নেয়।