মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আসন্ন হোসেন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের পছন্দের চেয়ারম্যান প্রার্থী হাজ্বী মো. আক্তার হোসেনের পক্ষে জেগে উঠেছে স্থানীয় জনতা। দল
সোমবার (২২ নভেম্বর) সকাল ১০ টার দিকে হোসেন্দী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে জনগণের পছন্দের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজ্বী মো. আক্তার হোসেনের পক্ষে স্থানীয় জনতা একটি মিছিল বের করে।
মিছিলে শতশত সমর্থক উপস্থিত হয়ে হাজ্বী মো. আক্তার হোসেন কে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই” দাদী গো দাদী..ওগো দাদী দরজার খুলে দেখেন গো.. আক্তার ভাই আইছে গো” স্লোগানে স্লোগানে মুখরিত করে হোসেন্দী এলাকার পুরো পাড়া মহল্লা।