মোঃমকবুল হোসেন (কুড়িগ্রাম জেলা) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে সেচ্ছাসেবী সংগঠন পথের আলোর সৌজন্যে উমর মজিদ ইউনিয়নের কুমারগন্জের আব্দুল ছালাম (মুয়াজ্জিন)কে এক মাসের খাদ্য সামগ্রী ও শীত বস্ত বিতারণ করেন।
রবিবার (২১ নভেম্বর ২০২১ইং) সন্ধা বেলা উমর মজিদ ইউনিয়নের কুমরগন্জের আঃছালাম (মুয়াজ্জিন)পরিবারের কাছে এ খাদ্য সামগ্রী ও শীতের পোষাক পৌছে দেয়া হয়।
পথের আলোর পক্ষে খাদ্য সামগ্রী হস্তান্তর করেন শিক্ষক/ সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজারহাট উপজেলা শাখার সভাপতি আনিছুর রহমান লিটন,
বিতরণের মাঝে ছিলোঃ
চাল=২৫কেজি।
সয়াবিন তৈল=০২লিটার।
পিঁঁয়াজ=২কেজি।
আলু=০৫কেজি।
দেশী মুরগী=০২পিচ।
আটা=০১কেজি।
লাচ্ছা=১/২কেজি।
শীতের পোষাক =০১টি।
এ সময় উপস্থিত ছিলেন, পথের আলো’ র সাঃ সম্পাদক শোয়েব আহমেদ, সদস্য লায়ন মিয়া, হাফিজুর রহমান হিমেল ও আহসান হাবীব কুইক ও সাদেকুল ইসলাম।এছাড়া স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পথের আলো সামাজিক সংগঠনের সভাপতি,মোঃহুমায়ূন কবির বলেন,রাজারহাট উপজেলার দুঃস্থ অসহায় ছিন্নমূল মানুষদের জন্য পথের আলো সামাজিক সংগঠন নিরলসভাবে কাজ করে এগিয়ে যাচ্ছে ।এ সময় তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান করেন।