মোঃ আবু তালেব হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাজার মনিটরিং ও পণ্যের মান যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শায়েস্তাগঞ্জ পুরান বাজার এক ব্যবসায়ী এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ই মার্চ) দুপুর ২-৩০ মিনিটের দিকে শায়েস্তাগঞ্জ পুরান বাজার সুজন টেডার্সে মূল্য তালিকার বোর্ডে তারিখ না থাকায় একহাজার টাকা জরিমানা করা হয়
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো নাহিদ ভূইয়া
শায়েস্তাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো নাহিদ ভূইয়া তরফবার্তার রিপোর্টার কে বলেন, বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শায়েস্তাগঞ্জ উপজেলায় বাজার গুলিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ব্যাহত থাকবে ।
শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি চৌকসদল এই অভিযানে সহযোগিতা করে।