ভেড়ামারা পৌর এলাকায় মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী। বিশেষ করে মশার কামড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া এক ধরণের ভাইরাল সংক্রমণ যেটা এডিস নামের একটি মশার কামড়ানোর ফলে হয়। এই মশাটি সাধারণত দিনের বেলায় কামড়ায়। এটি ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া রোগের কারণও হয়ে দাঁড়ায়ে রোগ ছড়ানো সম্ভাবনা বেশি রয়েছে , বর্তমানে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়ন প্রকল্পে সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট ব্রীজ কালভার্ট নির্মাণসহ সার্বিক উন্নয়ন বাস্তবায়ন হচ্ছে, এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলায় উন্নয়ন কাজ চলমান আছে, ইতিপূর্বে ভেড়ামারা পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল,র নিজ উদ্যোগে ড্রেন, রাস্তা, ঘাট, মার্কেট, বিভিন্ন স্থানে মশা নিধনের জন্য সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে, বর্তমানে ভেড়ামারা পৌর এলাকার ৯টি ওয়ার্ডে মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী।
পৌরসভার পাশাপাশি জনসাধারণকেও বিশেষ ভূমিকা পালন করতে হবে। যেমন, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে, তিন দিনের বেশি কোন স্থানে পানি জমা না হতে দেয়া এবং বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের জনসচেতনায় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে, ভেড়ামারা পৌর এলাকায় মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকার বাসি পৌর মেয়রের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।