মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মদ খেয়ে অসুস্থ হয়ে মো. হাকিম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
নিহত যুবক মো. হাকিম উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে।
জানা গেছে, গেল শনিবার রাতে হোসেন্দী এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন মো. হাকিম। পরে সেখানে তার বন্ধুদের সঙ্গে বসে মদ্যপান করেন। পরে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন মো. হাকিম।
স্বজনরা অসুস্থ অবস্থায় ওই রাতেই প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে সোমবার দুপুর দুইটার দিকে মারা যান তিনি জানা যায় আরো দুইজন আহত হয়েছেন একজনের পরিচয় পাওয়া গেছে মো: ফারুক(২৫) পিতা মো: নূর মোহাম্মদ গ্রাম ভবানীপুর থানা গজারিয়া জেলা মুন্সিগঞ্জ বর্তমানে ঢাকা বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যায়।
তবে এ বিষয়ে নিহত মো. হাকিমের পরিবারে লোকজনের সাথে যোগাযোগ করলে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজি হয়নি।
এদিকে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন জানান, মদ্যপান এক যুবক মারা গেছে শুনেছি। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।