গত শনিবার ৪র্থ ধাপে অনুষ্ঠিত (কেন্দ্রীয়) বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভায় দিনাজপুরের খানসামা উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়।
রবিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হয়েছে।
৬টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীরা হলেন,১নং ইউনিয়নে মকছেদুল গণি শাহ্ রাব্বু,২নং ইউনিয়নে হাফিজুল হক সরকার হাফিজ, ৩নং ইউনিয়নে গোলাম মোস্তফা আহমেদ শাহ, ৪নং ইউনিয়নে সাজেদুল হক সাজু, ৫ নং ইউনিয়নে শফিকুল ইসলাম, ৬ নং ইউনিয়নে আইনুল হক শাহ।
উল্লেখ্য,নির্বাচনি তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর , মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২৯ নভেম্বর,আপিল দায়ের শেষ তারিখ ৩০ নভেম্বর থকে ২ ডিসেম্বর,আপিল নিষ্পতি ৩ থেকে ৫ ডিসেম্বর, প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর,প্রতিক বরাদ্দ ৭ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।