১০ হতে ১২ জন কিশোরী শিক্ষার্থীর একটি দল গাইবান্ধা থানা পাড়া মোড়ে এসে থমকে যায় একদল কুকুর রাস্তার মধ্যে ঘেউ ঘেউ করছে। তারা এমন ভাবে দল বদ্ধ হয়েছে যে কেউ তাদের দেখে ভয়ে দাড়িয়ে যাচ্ছে যেকোন বয়সের মানুষ । তারা সড়কের মাঝে কখনো দাড়িয়ে কখনো কুকুর মিছিল নিয়ে ছুটছে রাস্তায় এ পাশ হতে ওপাশে। শিশু শিক্ষার্থীরা একা-একা চলাচল করতে ভয় পাচ্ছে এ সড়ক গুলোতে।
গাইবান্ধা পৌর শহরের গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, গাইবান্ধা সরকারি কলেজের পিছনের গেটের সামনে রাস্তায়, থানা পাড়ার অলিতে গতিতে কুকুর গুলো দলবেধে রাস্তায় বেড়িকেট সৃষ্টি করে এতে শিশুরাসহ বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা আতংঙ্কিত হয়ে পড়ে।
কুকুর গুলো আগ্রাসী আচরণ যে কোন বয়সের মানুষের মাঝে আতংঙ্ক সৃষ্টি করে। জরুরীভাবে এসব বেওয়ারিশ কুকুর নিধন করা প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। তারা সংশ্লিষ্ট সকলের প্রয়োজনী হস্তক্ষেপ কামনা করেন