আজ শুক্রবার রাত ৮ ঘটিকার সময় চাকই মধ্যপাড়ার উদ্যোগে চাকই মধ্যপাড়ায় নবনির্বাচিত ইউ পি চেয়ারম্যান মোঃ হিমায়েত হুসাইন ফারুক গণসংবর্ধনা জানান চাইক মধ্যপাড়াবাসি।
মোঃ নাসের শেখের সভাপতিত্বে গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন মোঃ আব্বাস উদ্দিন বিশ্বাস, মোঃ আলেক আলী শেখ মোঃ রমজান আলী শেখ,মোঃ জুলহাস উদ্দিন বিশ্বাস, মোঃ মাজাহরুল বিশ্বাস, মোঃ কামরুল শেখ, মোঃ রুহোল বিশ্বাস,মোঃ আফরোজ জামান সান্টু, মোঃ তানজাল মল্লিক, মোঃ রাসেল হুসাইন সহ চাকই গ্রামবাসী।
গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিমায়েত হুসাইন ফারুক তিনি বলেন আমি আগেই বলেছি আমি গরিব দুঃখী মেহনতী মানুষের চেয়ারম্যান, আমাকে আপনারা আমাকে চেয়ারম্যান বানিয়েছেন আমি আপনাদেকে আমার দেওয়া কথা রাখবো। আমি আমার সকল মেম্বরকে বলেদিয়েছি এই ইউনিয়নে কোনো প্রকারের দুর্নীতি চলবেনা।সেই সাথে আমি বলতে চাই এই ইউনিয়নে কোনো প্রকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, সুদ, ঘুস সহ সকল প্রকার অনিয়ম দুর কোরবো ইনশাআল্লাহ। সর্বপরি সবার শুসাস্থ কামনা করে তার বক্তৃতা শেষ করেন।