ঝালকাঠিতে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন কাজী মিডিয়া লিমিটেডের দীপ্ত টিভির ৬ বছর পূর্তী অনুষ্ঠান পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর ) সকাল সাড়ে ১০ টায় ঝালকাঠির নলছিটি জেলা পরিষদ মার্কেটের ২য় তলায় সাংবাদিক অফিসে আলোচনাসভা, দোয়া মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তী পালন করা হয়।
ঝালকাঠি জেলা প্রতিনিধি খালিদ হাসান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক এই এম সিজার, খলিলুর রহমান, মিজানুর রহমান, ইব্রাহিম খান শাকিল, আমির হোসেন, মিলন কান্তি দাস প্রমুখ।
উল্লেখ্য ২০১৫ সালের ১৮ নভেম্বর দীপ্ত টিভি আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে। তারপর টানা ছয় বছর ধরে এই টিভি চ্যানেলটি বিভিন্ন ধরনের অনুষ্ঠান সম্প্রচার করে আসছে।
দর্শকদের রুচি ও ভালো লাগাকে গুরুত্ব দিয়ে দীপ্ত টিভি মান সম্পন্ন অনুষ্ঠান প্রচারের ধারা অব্যহত রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যাক্ত করেন। এসময় তাঁরা সকল কলাকুশলী, প্রতিনিধি, বিজ্ঞাপন দাতাসহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।