হঠাৎ করে সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন, এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে রান্নাঘর থেকে সবখানে। এ সুযোগে অন্য জিনিসের দামও বৃদ্ধি পাচ্ছে।
পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে এক রাতে দেশের বিভিন্ন স্থানে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। প্রতিটি সিলিন্ডার গ্যাসের দাম ১২০/১৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
গ্রাহক পর্যায়ে সিলিন্ডারের এলপি গ্যাস বিক্রি হচ্ছে ১২০০ টাকা করে। দুই মাস আগেও এর দাম ছিল ৮৫০ টাকা করে। ফলে দুই মাসের ব্যবধানে ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে সর্বোচ্চ ১৫০/২০০ টাকা পর্যন্ত।
[গত নভেম্বরে ১২ কেজি ওজনের সিলিন্ডারের এলপি গ্যাস দাম ছিল খুচরা পর্যায়ে ৭৫০-৮০০ টাকা করে। গ্রাহক পর্যায়ে কোয়ালিটি ভেদে তা ছিল ৮০০ থেকে ৮৫০ টাকা।]
গত কাল ০২/০৯/২১ তারিখে এলপি সিলিন্ডার গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলির গ্যাসের খুচরা দাম ছিলো বসুন্ধরা-১০৮০, নাভানা-১০৮০,ওমেরা -১০৮০,ফ্রেস-১০৮০,প্রমিতা-১০৮০ এবং বেক্সিমকো-১০৮০
যা বর্তমানে এক রাতে ১২০০ হয়ে গেছে।