আসছে আগামী (২৮নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
সব প্রার্থীর থেকে এগিয়ে রয়েছেন সৎ নিতিবান সাদামাটা একজন মনের মানুষ সবার প্রিয় মোঃ মাহবুবার রহমান (মহন) তিনি (মোরগ প্রতিক) নিয়ে মেম্বার পদে নির্বাচন করছেন।তিনি উল্লাপাড়া ( খন্দকার পাড়া) গ্রামের মরহুম শাহাব উদ্দীন এর সু-যোগ্য পুএ।
তিনি দীর্ঘ দিন যাবৎ সম্মানের শহীদ উল্লাপাড়া ( খন্দকার পাড়া) এলাকায় বসবাস করিয়া আসিতেছেন তিনি গরীব দুঃখী মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন সব সময় তাদের বিপদ আপদে যে কোনো সময় তাকে ডাকলে তিনি নিজের কাজকর্ম রেখে বিপদগামী মানুষের পাশে এসে দাড়ান এবং তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়ে থাকেন,তাই সাধারণ মানুষ মনে করেন জনপ্রতিনিধি হিসাবে মোঃ মাহবুবার রহমান (মহন) আমাদের যোগ্য ও সঠিক একজন ব্যক্তি আমরা তাকে (মোরগ মার্কায়) ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।তিনি নেতৃত্বে আসলে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবেন, এবং এলাকা হবে মাদক ও সন্ত্রাস মুক্ত,এবং ন্যায় প্রতিষ্ঠা করার একমাত্র হাতিয়ার মোঃমাহবুবার রহমান (মহন)কেই আমারা মেম্বার হিসাবেই দেখতে চাই।