ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ ফুলপুর উপজেলায়৫নং সদর ইউনিয়নে ২নং ওয়ার্ডে ফতেপুর পূর্ব গ্রামের দোকানদার আঃ কদ্দুছ এবং ট্রলি চালক ফরিদুল এর সাথে দোকান বাকীর টাকা নিয়ে ঘটেছে মারামারির এমন ঘটনা।এবং দোকানদার কদ্দুছ প্রায় সময় এলাকার অধিকাংশ লোকজন এর সঙ্গে ব্যবহার ও খারাপ আচরণ করে দোকান বাকীর টাকার জন্য।এর আগেও আরও কয়েকজনের সাথে করেছে এমন ঘটনা।যে ঘটনাটি ফরিদুল এর সাথে হয়েছে এবং খবর নিয়ে যানাজায় ফরিদুল এর কাছে 250 টাকা দোকান বাকী পায়।এবং ফরিদুল কে দোকানের সামনে ট্রলি থেকে টেনে হিশরে আনেন কদ্দুছ, তখন কথার কাটাকাটি নিয়ে ফরিদুল কে দোকানদার কদ্দুছ তার স্ত্রী শাহীনা খাতুন ও ছেলে জাকারিয়া মারধর করেন অসহায় ট্রলি চালক ফরিদুল ইসলাম কে । ঘটনাটি হয় আনুমানিক সন্ধ্যায় 6:30 মিনিটে।এসময় দোকানে বসে থাকা এলাকার লোকজন ফরিদুলকে মারামারি থেকে কিছুটা রক্ষা করেন।পরে দোকানদার কদ্দুছের স্ত্রী ও ছেলে লাকরী ও চেলি দিয়ে ফরিদুলের মাথায় আঘাত করে।এবং কদ্দছও কীল ঘুষী মারেন ফরিদুলকে।এবং আঘাত করার সাথে সাথে ফরিদুল অজ্ঞান হয়ে মাটিতে পরে যায়। পরে অজ্ঞান অবস্থা ফরিদুলকে ধরারদী করে নাজমুল তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কম্লেক্সে হাসপাতালে ফরিদুলকে ভর্তি করেন।কর্মরত ডাক্তার জানান ফরিদুলের অবস্থা খুব আশঙ্কা জনক লাঠির আঘাতে মাথায় ছোট লেগেছে ও ব্রেনের সমস্যা হতে পারে বলে জানিয়ে ডাক্তার। পরে তাকে উন্নত চিকিৎসা জন্য রেফার্ড করা হয় ময়মনসিংহ হাসপাতালে। ফরিদুলের বড় ভাই ফারুক জানান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ফরিদুল।
রোগী ফরিদুলের বড় ভাই ফারুক জানান রোগীর অবস্থা খারাপ থাকার করণে থানায় যেতে পারিনি এবং কোনো লিখিত অভিযোগ দেননি।