২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সকাল ১০:৩৭| হেমন্তকাল|
Title :
টাঙ্গাইলের নাগরপুরে বিকেডিএ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত যুক্তরাজ্যে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক এর দিক নির্দেশনায় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাগরপুর উপজেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল নাগরপুরে নতুন ইউএনও মোঃ এরফান উদ্দিনের পরিচিতি সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য এক আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান করছেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে নবাগত ইউএনওকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা নাগরপুরের দপ্তিয়রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সংস্কার শেষে উদ্বোধন নাগরপুর পাবলিক লাইব্রেরি, জ্ঞানচর্চায় নতুন দিগন্তের সূচনা

গাইবান্ধার বালাশীতে নৌকা ভ্রমণে একদিন

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ৮, ২০২৩,
  • 207 Time View

মোঃ হারুন মিয়া,স্টাফ রিপোর্টার গাইবান্ধাঃ
একদিকে নদীর উতাল-পাতাল ঢেউ ,অন‍্যদিকে আকাশের গর্জন নদীকে করেছিল হিস্র। তার উপর বৃষ্টি। সন্ধ্যা সন্ধ্যা ভাব। ছিঁটে ফোঁটা বৃষ্টির কবলে আমাদের নৌকা। পুরো নদীর মাঝে আমরা। নদীর ঢেউ আছড়ে পড়ছে আমাদের নৌকার উপর। বার বার বড় বড় পাক আর ঢেউয়ে নৌকা দিক ভ্রষ্ট হচ্ছিল। একবার এদিকে,একবার ওদিকে নৌকা টালমাটাল অবস্থা। এমন পরিস্থিতিতে আমরা।

প্রথমে নৌকা নিয়ে আমরা যখন সানুন্দা বাড়ী ঘাটের দিকে যাচ্ছিলাম তখন নদীর মাঝ খানে নৌকা বিকল হয়ে পড়ল। মাঝি নৌকা নোঙর করালেন। আধাঘন্টা অপেক্ষা করার পর সানুন্দাবাড়ীর ঘাটের দিক থেকে একটি খালি নৌকা আসল। আমরা সেটি আটকিয়ে সেটাতে চড়ে রওনা দিলাম সানুন্দাবাড়ীর দিকে।

চারিদিকে পানি আর পানি। এরপর পৌছালাম সানুন্দাবাড়ী ঘাটে বতর্মান আমখাওয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ থানার,জামালপুর জেলায়। সেখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল,পাহাড়ে। কিন্তু মাঝ পথে নৌকা বিকল হওয়ার কারণে সময় স্বল্পতার কারণে পাহাড়ে আর যাওয়া হল না।

গাইবান্ধা পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক বৃন্দ ঘাটের উপর ফটোসেশন সেরে ভ‍্যানে চেপে বাজারের উদ্দেশ্যেয় রওনা দিলাম কিছু খাব বলে। সানুন্দাবাড়ী ঘাট থেকে ভ‍্যানে চড়ে বাজারে আসতে মিনিট বিশেক লেগে গেল। এখানে চা,চক্র সেরে সানুন্দাবাড়ী বাজারের পাশে একটি দৃষ্টি নন্দন বিশাল বড় ব্রীজে গিয়ে সেলফি তুললাম। এরপর আবার রওনা দিলাম ঘাটের উদ্দেশ্যেয়। এখানে বিভিন্ন জায়গা ঘুরে ফিরে দেখে,এখানকার লোকজনের সঙ্গে কথা বলে বেশ ভালোই লাগল।

দেওয়ানগঞ্জ উপজেলার আমখাওয়া ইউনিয়ন তেমন একটা উন্নত না হলেও এখানকার মানুষের মনমানসিকতা খুবই ভালো। তারা অতিথিদের সম্মান করে। তবে জরুরি ভিত্তিতে সানুন্দাবাড়ী ঘাট থেকে হাট পযর্ন্ত পাকা রাস্তাটি সংস্কার প্রয়োজন। এর কাপেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে খানাখন্দে রাস্তাটি দিয়ে চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এখানকানে দেখলাম পাট চাষ হয়েছে প্রচুর। এমনকি নদীর বিশাল বিশাল চরগুলোতেও ব‍্যাপক পাট চাষ হয়েছে। আমি উক্ত আসনের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটি সংস্কারের।

প্রথমে বালাশী পৌঁছে নামাজ আদায় শেষে। হোটেলে ভাত খাওয়া শেষে নদীর পাড়ে বিভিন্ন শ্রেনী পেশার নারী পুরুষের ঢল লক্ষ্য করলাম। এরপর নিজেরাও এদিক সেদিক একটু ঘুরে কিছু আনন্দ উপভোগ করলাম। তারপর তিন হাজার টাকায় নদী ভ্রমণের জন‍্য নৌকা ভাড়া করলাম। বলছি,গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালাসী থেকে সানুন্দাবাড়ী ঘাট হয়ে ব্রহ্মপুত্র নদী ভ্রমণের কথা। নদী যখন গর্জে উঠেছিল ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category