ফুলপুরে পূর্ব শত্রুতার জের ধরে রায়হান নামের এক ছাত্র নিহত, দু’পক্ষে আরো আহত-৩।
ময়মনসিংহের ফুলপুরে পূর্ব শত্রুতার জের ধরে রায়হান মিয়া নামের এক ছাত্র নিহত এবং দু পক্ষের ৩ জন আহত হয়েছে ।
নিহত রায়হান মিয়া জিন্নত আলীর ভাতিজা ইন্নছ আলীর পুত্র। সে পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ২০২০ ইং ব্যাচ এর ছাত্র।
আহত, নাজমুল পিতা ইসলাম, রমজান পিতা মৃত। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিন রয়েছেন।
জানা গেছে, উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের (বাজার সংলগ্ন) মৃত জবেদ আলীর পুত্র জিন্নত আলী এবং মৃত মিয়া আহমেদ এর পুত্র আবুল কাশেম (৪৫) গংদের মাঝে পূর্ব শত্রুতার জের হিসেবে মহিলাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে।
স্থানীয় ভাবে জানা যায়, বাদী এবং বিবাদীগন একই গোষ্ঠির আপন চাচাতো জেঠাতো ভাই। গত ০১ অক্টোবর রোজ শুক্রবার বিকাল অনুমান ৫ ঘটিকার সময় বাদী জিন্নত আলীর ছেলে আরাফাত (১০), বিবাদী মোরশেদ আলীর ছেলে তাসকিন(৭) এর পায়ের উপর দিয়ে বাইসাকেলের চাকা উঠিয়ে দিলে কথা কাটাকাটি হয়। স্থানীয় লোকজন তাৎক্ষনাৎ বিষয়টি মিমাংসা করে দেয়। উক্ত ঘটনার বিষয় নিয়ে ০২ অক্টোবর রোজ শনিবার বেলা অনুমান সাড়ে ১২টার দিকে দুই বাড়ীর মহিলারা পুনরায় কথা-কাটাকাটি শুরু করলে মারামারি সৃষ্টি হয়।
উক্ত মারামরির ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে উত্তেজিত অবস্থায় মারমুখি পেয়ে উভয় পক্ষের দুইজন (১) আবুল কাশেম(৪৫) এবং (২) ইন্নছ আলী(৪২) দ্বয়কে ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় গ্রেফতার করে বিজ্ঞ আদালকে প্রেরন করেন। মারামারির ঘটনায় উভয় পক্ষই আহত হয়। বাদী জিন্নত আলীর ভাতিজা ইন্নছ আলী পুত্র রায়হান মিয়া(১৮) সহ আরো তিনজন গুরুতর জখম হওয়ায় ফুলপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফারড করেন।
পরবর্তীতে রায়হান এর অবস্থা গুরুত্ব হওয়ায় ঢাকা মেডিক্যালে হাসপাতালে রেফারড করেন। পরে হাসপাতালে নেওয়া পথে ৩ অক্টোবর মধ্যরাতে রায়হান মৃত্যু বরন করেন বলে তার আত্মীয় স্বজন জানান।
ফুলপুর থানার মানবিক ওসি মোঃ আব্দুল্লাহ আলা মামুন বলেন, উক্ত মারামরির ঘটনায় মৃত জবেদ আলী পুত্র বাদী জিন্নত আলী ২ অক্টোবর অভিযোগ দায়ের করেন, মামলা নং ০৬, ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১১৪ দঃবিঃ রুজু করা হয়।
তিনি আরো বলেন, রায়হান এর মৃত্যুর বিষয়ে খুনের ধারা সংযোজন সহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় বর্তমান আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম।