নির্বাচনী প্রচারণা কাজে সারাটা দিন আমাকে ব্যস্ত থাকতে হচ্ছে।ইচ্ছে থাকা সত্বেও সময় স্বল্পতার জন্য অনেকের খোঁজ খবর নিতে পারছিনা, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি কাউকে ভুলে যায়নি, আমাকে ভুল বুঝবেন না।
দিনের বেশিরভাগ সময় মিটিং,উঠান বৈঠক,পথসভায় কাটে।অনেকের ফোন রিসিভ করতে পারি না। তবে গুরুত্তপূর্ণ কথা থাকলে অবশ্যই কল দিবেন।কল রিসিভ না হলে কি বিষয়ে আলাপ করতে চান তা লিখে এবং আপনার নাম ও গ্রামের নাম লিখে একটা মেসেজ করবেন।আমি আপনাকে ফোন দেব।
#যেকোন তথ্য,পরামর্শ,অভিযোগ লিখে মেসেজ করুন আমার নাম্বারে, সাথে আপনার নাম গ্রামের নাম লিখে দিতে পারেন।আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
আমার ব্যাক্তিগত ফোন নাম্বার:+880 1611055512