বগুড়া র্যাব-১২ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে , বগুড়া জেলার সদর থানাধীন ষ্টেশন রোড জান-ই সাবা হাউজিং কমপ্লেক্স এলাকায় কতিপয় ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া শলাপরামর্শ করছে। র্যাব-১২ বগুড়া ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এ তথ্যের ভিত্তিতে বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ১৪ অক্টোবর ২০২১ তারিখ ২০.০০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন ষ্টেশন রোড জান-ই সাবা হাউজিং
কমপ্লেক্সস্থ সানমুন নার্সিং হোম এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এর বিপরীত রাস্তার পাশ্বে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকারী (১) মোঃ সাদ্দাম (২৪), পিতা- মোঃ রাজ্জাক,(২) মোঃ আজিদ (২০), পিতা- মোঃ রাখাল, (৩) মোঃ তছলিম (৪০),পিতা- মোঃ ছলিম উদ্দীন, (৪) মোঃ বিল্পব (২০) পিতা- মোঃ মনজু মন্ডল (৫) মোঃ বিজয় (২২),পিতা- মনজু মন্ডল , (৬) মোছাঃ নুরি (২০) পিতা- মোঃ নুর ইসলাম, সর্বসাং-উত্তর চেলোপাড়া , থানা ও জেলা-বগুড়া ০১ টি চাপাতি, ০২ টি চাকু এবং ০১ টি রশিসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতির প্রস্তুতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে র্যাব-১২ কোম্পানি কমান্ডার মোঃ সোহরাব হোসেন জানান র্যাবের এ ধরনের আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।