নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের মহিলা চেয়ারম্যান পদপ্রার্থী শাপলা বেগুম ইউনিয়নবাসীর পাশে থেকে সেবা করার লক্ষ্যে স্বতন্ত্র থেকে টেলিফোন মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিয়ে এলাকাবাষীর সুবিধার্থে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়ে নির্বাচনী ইস্তেহার ঘোষনা করেন।
বৈকাল ৪ টায় ঐতিহাসিক পাহাড়পুর দাড়িসন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শাপলা বেগুম সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে এই ইস্তেহার ঘোষনা করেন। লিখিত বক্তব্যে শাপলা বেগুম বলেন আমি মুক্তিযোদ্ধা পরিবারের নাতনী।
পরিবার থেকে শুরু করে দেশের সকল উন্নয়ন কর্মকান্ডে মেয়েদের অবদান কম নেই।এরই ধারা বাহিকতায় জনগনের আস্থা ও ভালবাসা নিয়ে স্বতন্ত্র থেকে নির্বাচনে প্রতিদন্দিতা করছি। তিনি নির্বাচিত হলে ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের প্রতিটি পরিবারের চৌকিদারী ট্যাক্স মওকুফসহ বিনা মূল্য জন্মনিবন্ধন প্রদান করা হবে। প্রতিটি রাস্তার মোড়ে আলোর ব্যবস্থা করা হবে।
নিজস্ব অর্থায়নে ইউনিয়ন পরিষদে একটি এ্যাম্বুলেন্স প্রদান সহ ১০ দফা নির্বাচনী ইস্তেহার ঘোষনা করেন। নির্বাচনী ইস্তেহার অনুযায়ী কাজগুলি ব্যাস্তবায়নে আগামী ২৮ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন বাসীকে টেলিফোন মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। সংবাদ সম্মেলনে তার বাবা উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খান ও তার স্বামী আনোয়ার হোসেন কাজল উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২২ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।