নেত্রকোনা উপজেলায় মেদনি ইউনিয়নের 2 নং ওয়ার্ডে চতুর্দিকে সিলিং ফ্যান প্রতিকের জয়জয়কার দেখা যাচ্ছে।
সিলিং ফ্যান প্রতিকে 2 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন
জনাব মো: আলকাছ মিয়া।
গতবার তিনি টানা দুইবার অত্র এলাকার নির্বাচিত মেম্বার ছিলেন। কিন্তু এতটা সময়ের মধ্যে তার মাধ্যমে কেউ দুর্ব্যবহারের শিকার হয়নি বরং তিনি যতটুকু পেরেছেন জনগণের উপকারেই নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন। দিনের-পর-দিন মানুষের খোঁজখবর নিয়েছেন এবং হৃদয় উজাড় করে অভাবী ও অসহায় জনগণের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে তিনি আজ জনপ্রিয়তার শীর্ষে। যুব সমাজের মধ্যেও তার জনপ্রিয়তা লক্ষণীয় পর্যায়ে। শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত অত্র এলাকার সকল মানুষ তার ভক্ত। অত্র এলাকায় বিচার মীমাংসার ক্ষেত্রেও তিনি খুব পারদর্শী এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। মেদনী ইউনিয়নের 2 নং ওয়ার্ডটি গঠিত হয়েছে ভাতায়াপাড়া, পশ্চিমপাড়া ও নোয়াপাড়ার সমন্বয়ে, যার প্রত্যেকটি জায়গায় জনদরদি জনাব মোহাম্মদ আলকাছ মিয়ার ভক্তবৃন্দের সংখ্যাগরিষ্ঠতা দেখা যাচ্ছে। পূর্বের মতো আবারো তিনি এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা করবেন বলে অত্র এলাকার লোকজনদেরকে কথা দিয়েছেন যা তিনি অতীতেও বাস্তবায়ন করেছেন।