মোঃ আমিনুল ইসলাম মন্ডল,নেত্রকোণা জেলা প্রতিনিধি:
“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়”এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় ভূমি সেবা সপ্তাহ- ২০২৩ পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতারের সার্বিক ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী আয়োজনে উপজেলা ভূমি অফিসে সেবা বুথ স্থাপন করা হয়, উপজেলা পরিষদে জনসচেতনতা মূলক সভা, র্যালী এবং স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগসমূহ নাগরিক সেবা গ্রহীতাদের প্রাপ্তিসমূহ, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা বিষয়সমূহ আলোচনা করা হয়।
এছাড়া উপজেলার ১১টি ইউনিয়নেই ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিষ্ট্রেশন সংক্রান্ত কার্যক্রমের সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা হচ্ছে, এ বিষয়ে ক্যাম্পেইন করে সেবা প্রদান করা হয়।
ভূমি সেবা সপ্তাহে ডাকযোগে মৌজা ম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, ভূমি সেবার বিভিন্ন ফি সম্পর্কেও সচেতন এবং ভূমি মন্ত্রনালয়ের উদ্যোগসমূহ প্রচার করা হয়।