নেত্রকোণা জেলা শাখা হেযবুত তওহীদের উদ্যোগে ১২ নভেম্বর, সকাল ১১টায় সদর উপজেলার মদনপুর ইউনিয়নে ধর্মের অপব্যবহার নারী প্রগতির অন্তরায় শীর্ষক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা জেলা শাখার সহকারী মহিলা বিষয়ক সম্পাদক লুৎফুন্নহার মিতুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার। এ সময়ে আরো বক্তব্য রাখেন নেত্রকোণা জেলার মহিলা বিষয়ক সম্পাদক সুরমা আক্তার, জামালপুর জেলা মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার, নেত্রকোণা জেলার সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান ইমা, সহকারি মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান, সহকারি মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা খাতুন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী আক্তার, মোহনগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক সাহেরা খাতুন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে রোজিনা আক্তার বলেন, মানুষের ঈমান মহাশক্তিশালী চেতনা যা দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে পারে, মানুষকে জান্নাতে নিতে পারে। কিন্তু ঈমানদার ব্যক্তির ইসলাম সম্পর্কে আকিদা ভুল হয় তাহলে সেই ঈমানই ধ্বংসাত্মক ও ভয়ানক সঙ্কট সৃষ্টি করে। আল্লাহ কি উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন, নবী-রসুলগণকে পাঠিয়েছেন, কেতাব দিয়েছেন, সেটা কি দেখে দেখে পড়ার জন্য নাকি প্রতিষ্ঠা করার জন্য ? ধর্ম আগমনের উদ্দেশ্য কি, মানব জীবনের স্বার্থকতা কীসে, কোন কাজটা সওয়াবের, কোন কাজটা গুনাহের, কোনটা মানবতার কল্যাণ করবে, কোনটা মানবতার ক্ষতি করবে, কোনটি করলে ব্যক্তির পরিশুদ্ধি আসবে, কোনটি করলে সমাজের পরিশুদ্ধি আসবে। তিনি আরো বলেন, আজ সময় হয়েছে চার দেওয়ালের ভেতর থেকে বাহির হয়ে নারীদেরও দেশের উন্নয়নের ও দেশের কল্যাণে ভূমিকা রাখার। তাই সকলকেই ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে ধর্মের অপব্যবহারকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কোনোভাবেই যেন গুজব সৃষ্টি করে নিজেদেরও স্বার্থ হাসিল করতে না পারে আমাদের সেই বিষয়ে খেয়াল রাখার উদাত্ত আহবান জানান তিনি।