মোঃ আমিনুল ইসলাম মন্ডল,(নেত্রকোণা) জেলা প্রতিনিধিঃ
চায়ের দোকানে টাকা ধরে ক্যারাম খেলা ও টেলিভিশনে ক্রিকেট জুয়া বন্ধে দোকান থেকে ক্যারাম ও টিভি অপসারণ শুরু করেছে নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশ।আজ শুক্রবার (২৬ মে) বিকেলে উপজেলার দেওটুকোন বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। সাম্প্রতিক সময়ে চায়ের দোকানে বাজি, মারামারি সহ বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ উদ্যোগ নেয় পুলিশ।
জানতে চাইলে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বর্তমানে আইপিএল মৌসুম চলছে।আর এসব খেলায় অহরহ চলছে জুয়া। জুয়ার টাকা নিয়ে বিরোধের জের ধরে হামলা, সংঘর্ষ এমনকি খুনের ঘটনাও ঘটছে।এতে করে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে।জুয়া খেলে অনেকে সর্বস্ব হারাচ্ছেন, অনেকে ঋণগ্রস্ত হচ্ছেন। এছাড়া জুয়া খেলার টাকার জন্য বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন তারা। টেলিভিশন না চললে অহেতুক আড্ডাবাজি আশা করছি হবে না। জুয়াও বন্ধ হবে। তিনি আরো জানান, পর্যায়ক্রমে উপজেলার সকল বাজার এলাকায় টিভি অপসারণের প্রচারণা চালানো হবে।