মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ১নং হোসেন্দী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী হাজী আক্তার হোসেনের নির্বাচনী প্রচারণা হোসেন্দী গ্রামে বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক সৈকত হোসেন বাবুর নেতৃত্বে বড় ভাই হোসেন্দী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাজী আক্তার হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন।
"জনপ্রতিনিধি নয় সেবক হিসেবে জনগণের পাশে থাকতে চাই" এই স্লোগান নিয়ে হোসেন্দী গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে বড়ভাই হাজী আক্তার হোসেন পক্ষে দোয়া, সমর্থন ও সুচিন্তিত মতামত চান সৈকত হোসেন বাবু।
হোসেন্দী ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক সৈকত হাসান বাবু জানান আমাদের পরিবার আওয়ামীলীগ পরিবার, আমার বড়ভাই সমাজ সেবক হাজী আক্তার হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিক নৌকা মনোনয়ন প্রত্যাশী, আসন্ন ইউপি নির্বাচনে ১নং হোসেন্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করবে আমি আশাবাদী সচেতন ইউনিয়নবাসী হাজী আক্তার হোসেন ভাইয়ের পক্ষে থাকবেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২২ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।