৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ| ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ| ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি| ভোর ৫:১৯| গ্রীষ্মকাল|
Title :
১৯৭১ সালের ১৭ এপ্রিলে মেহেরপুরের মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে সর্বপ্রথম চোখ মেলেছিল স্বাধীন বাংলাদেশ – তারেক শামস খান হিমু কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত নাগেশ্বরী উপজেলায় মমেনা মন্ডল মেমোরিয়ালের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান অষ্টমীর স্নানে ব্রহ্মপুত্র নদীতে পুণ্যার্থীদের ঢল মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল কুড়িগ্রাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা কুড়িগ্রামে ৫০ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার অবশেষে মুক্তি পেল জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ উদযাপন বাঙালির অসাম্প্রদায়িক ও সার্বজনীন উৎসব- তারেক শামস খান হিমু

অসমাপ্ত গল্পটা -মঞ্জুরুল হক তারা

ডেক্ক রিপোর্ট
  • Update Time : রবিবার, মে ৭, ২০২৩,
  • 41 Time View

-প্রিয় শেখ হাসিনা
তুমি কী শেষটা করবে – অসমাপ্ত সেই গল্পটা
যে গল্পটা শুরু করেছিল – একজন কবি,
তাঁর প্রেম, প্রতিভা, সংকল্প কে –
রণক্লান্ত মানুষের ঘরে ঘরে পৌঁছাতে গিয়ে
রক্তের নদীর মতো ভেসে গেলো, তখনই
রুদ্ধশ্বাসে থেমে গেলো – কবির স্বপ্নময় গল্পটা।
সে দীপ্ত সূর্যের নাম, চেনা জানা পৃথিবীর
শ্রদ্ধায় ভালোবাসায় নিচু হয়ে আসে শির।
ঐ নামের সাথে পরিচিত – তুমি,আমি, সবে
তুমি কী তাঁর অসমাপ্ত গল্পটার শেষটা করবে।

এ অশান্ত দেশের কিনারে – ক্লান্ত সব মানুষ রয়েছে
ওদের জন্য হাসপাতাল চাই – হাসপাতালে বেড চাই,
ছেলে-মেয়ের ইস্কুল চাই – ইস্কুলে বেঞ্চ চাই,
ওদের অন্য কোনো সম্রাট নাই, সেনাপতি নাই,
ওদের কোনো ট্রেড-ইউনিয়ন নাই, সভা-সমিতি নাই,
ওদের ভেতরে কোনো রাজনৈতিক নেতা কর্মির মতো
আশা হতাশার কোলাহল নাই, হিংসা নাই,দ্বন্দ্ব নাই।
ওরা খুউব স্বাভাবিক মধ্যশ্রেণী নিম্নশ্রেণী
মধ্যবিত্ত শ্রেণীর বৃত্ত থেকে ঝরে পড়েছে –
ওরা মৃত নয় – সহজ সরল জীবন নিয়ে
দারিদ্রতার সাথে যুদ্ধ করে মৃতের মতো বেঁচে রয়।

আজ থেকে ঢের আগে – একদিন স্বপ্নের ভেতরে
মহান কবির কাছ থেকে গল্পটা শুনেছিল,
সে দিন ঐ মানুষ গুলো বিপ্লবিনী নদীর জলের গর্জনের মতো
কল্লোলিত হয়েছিল, সুখৈশ্বর্য সমাজের স্বপ্ন দেখছিল।
আজ ওদের চারপাশে অন্ধ ভিড় – উদয় অস্তে
লেগেই আছে দুঃখ কষ্টের মন্বন্তরের পর মন্বন্তর,
অন্ধকার জীবনের নাই কোনো ভোর -শতাব্দীর জীবনযাপন
আগুনের ভেতর – আজ ইতিহাস অর্ধ সত্য মোহঘোর
মহান কবির সেই গল্পের শুভ রাষ্ট্র, অ-নে-ক অ-নে-ক দূর।
তুমি কী ওদের জন্য – সূর্যের টুকরো আলোর মতো
কবির সংকল্প আভায় সঞ্চারিত হয়ে –
কবির অসমাপ্ত গল্পটা পরিপূর্ণ করবে-অনেক অনেক প্রত্যাশা যে
ওরা সব চেয়ে আছে তোমার দিকে।
মহান পিতার শুরু করা সেই অসমাপ্ত গল্পটা তুমিই পারবে সমাপ্ত করতে
তোমার প্রতি সে বিশ্বাস আস্থা রয়েছে ওদের বুকে।
-মঞ্জুরুল হক তারা
কলমাকান্দা -নেত্রকোণা
রচনাকাল -১৪–১০–১৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category