নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা বাজারে অগ্নিকাণ্ডে এক ফার্নিচারের দোকান পুরে ছাই হয়েছে।
এ ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টা ১০মিনিট এর দিকে সাহতা বাজারে বিদ্যুৎতের সট সার্কিট থেকে মাজু বেপারীর ফার্নিচারের দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টার ১০ মিনিটের দিকে সাহতা বাজারের মাজু বেপারীর ফার্নিচারের দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ সংবাদ পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাহতা বাজারের ফার্নিচার ব্যবসায়ী মাজু বেপারী জানান, তিনি প্রতিদিনের ন্যায় ঘটনার রাতে ফার্নিচারের ঘর বন্ধ করে বাড়িতে চলে যান।
রাত ৩ টার দিকে তিনি জানতে পারেন তার ফার্নিচার ঘরে আগুন লেগেছে। পরে তিনি ঘটনাস্থলে আসেন।
তিনি বলেন, এখানে প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিল। আগুনে ১০ লক্ষ টাকার মালামালই পুড়ে ছাই হয়ে গেছে।
জানা গেছে, এই ফার্নিচার দোকানে থাকা লাল মিয়া বেপারী নামক এক ব্যক্তি আহত হয়েছে।
প্রাথমিকভাবে এই এলাকার জনগণ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বলেন, আমরা রাত তিনটার দিকেই নেত্রকোনা থেকে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি।
তিনি আরো বলেন, শুনেছি এই ফার্নিচারের দোকানে দশ লক্ষ টাকার মালামাল ছিলো। আগুনে ১০ লক্ষ টাকার মালামালই পুড়ে যাওয়ার তথ্য পেয়েছি।।