গাইবান্ধার পলাশবাড়ীতে ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও উচ্চফলন শীল ধান বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামে অনুষ্ঠিত কর্মসূচীতে সভাপতিত্ব করেন, গাজীপুর ব্রি ফলিত গবেষণা বিভাগের সিএসও এবং প্রধান ড. হুমায়ুন কবির।
এতে বক্তব্য রাখেন, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বেলাল উদ্দিন, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান ও উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ঠুটিয়াপাকুর দেলওয়ার হোসেন চৌধুরী স্মৃতি পাঠাগারেরর সভাপতি মারুফ হোসেন চৌধুরী ।
এসময় প্রশিক্ষণপ্রাপ্ত ১শ কৃষক-কৃষানির মাঝে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ধানবীজ বিতরণ করা হয়। এরমধ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে উদ্ভাবিত ব্রি ১০০ জাতের ধানবীজ উল্লেখযোগ্য।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মামুন-অর-রশিদ।