মানব সেবায় নিয়োজিত আয়োজনে নয় প্রয়োজনে আমাদের পাশে ডাকুন এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ী প্রজন্ম তরুন সংঘের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে পলাশবাড়ী উপজেলার পূর্বগোপিনাথপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পলাশবাড়ী প্রজন্ম তরুন সংঘের প্রতিষ্ঠাতা আল আমিন মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ অঞ্চলের নৌ পুলিশের সিনিয়র এএসপি হাজ্বী হেলাল উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অল ম্যাক্স মাস্ক কোম্পানীর সত্বাধিকারী তানজির আহম্মেদ শিশিরসহ স্থানীয় মাদ্রাসার শিক্ষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ ও উপস্থিত মাদ্রাসা প্রায় এক হাজার শিক্ষার্থীদের হাতে কোরআন শরীফ ও খাবার তুলে দেওয়া হয়।