বুধবার (১০ নভেম্বর) সকাল ৯ টার দিকে পূর্ব কোমরনই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাবিনা বেগম ওই এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার স্ত্রী।
নিহতের স্বজনরা জানায়, ওইসময় বাড়ির আঙিনার পাশের সেপটিক ট্যাংকে বসে ছিলেন সাবিনা। হঠাৎ সেপটিক ট্যাংকের মুখ ভেঙে নিচে পড়ে যান তিনি। এমন ঘটনায় তাৎক্ষণিক রশি দিয়ে তাকে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে সাবিনাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা ফায়ার সার্ভিস কার্যালয়ের ফায়ার ফাইটার আবু সাইদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর ওই নারীকে উদ্ধার করা হয়।