মোহনগঞ্জ উপজেলার ৭নং গাগলাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজে নিজেকে নিযুক্ত করে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে গাগলাজোড় গ্ৰামের মাসুদ আহমেদ। সমগ্ৰ ইউনিয়ন এর আনাচে, কানাচে পাড়ায়- পাড়ায়, গন স়ংযোগ করে শান্তি প্রিয় এই প্রার্থী প্রতিশ্রুতির মাঝে এগিয়ে যাচ্ছে এই ক্লিন ইমেজ প্রার্থী মাসুদ। উনার বক্তব্য হলো ঊনি যদি নৌকার মনোনয়ন পান তাহলে উনার সর্বোচ্চ চেষ্টা ও অক্লান্ত পরিশ্রম করে হলেও অবহেলিত ৭নং গাগলাজোড় ইউনিয়ন কে উন্নয়নের অগ্ৰযাত্রায় ফিরে আনবে। পাশাপাশি গাগলাজোড় টু তেথুলিয়ার অল ওয়েদার রাস্তার প্রকল্প হাতে নিবেন বলে উনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সবচেয়ে এগিয়ে আছেন জনপ্রিয়তার শীর্ষে। ৭নং গাগলাজোড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করে বিজয় নিশ্চিত হলে, তিনি আজীবন নিজের তাগিদে জন কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন বলে মাঠ পর্যায়ে এই নিয়ে আলোচনা পর্যালোচনা অব্যাহত আছে।